ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যুবদল নেতা হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর হোসেন খুনের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে নিহতের স্ত্রী হাসি খাতুন বাদী হয়ে বেলকুচি থানায় মামলাটি করেন।

মামলায় সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. পথিক, সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক স্বাধীন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ মোল্লা, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, মুলবাড়ি গ্রামের যুবলীগকর্মী সুজন ও পার্শ্ববর্তী রাজাপুর ইউনিয়নের মাইঝাইল মুন্সিবাড়ির লিটনকসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, মামলায় আটজনের নাম উল্লেখ্য এবং অজ্ঞাত পরিচয়ে আরও সাত জনকে আসামি করা হয়েছে। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আকবর হোসেনকে খুন করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে। তবে এ হত্যাকাণ্ডে এখনো কেউ গ্রেফতার হননি। গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যার পর রান্ধুনীবাড়ি হাটখোলায় দুর্বৃত্তরা যুবদল নেতা আকবর হোসেনকে মাথায় গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এসজে/এমএস