ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ক্যাম্পে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:১৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮-এপিবিএন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোরে বালুখালী ময়নারঘোনা ক্যাম্প থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এ সময় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজও জব্দ করা হয়। ৮-এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন এ তথ্য জানান।

আটক মোস্তাক (২৭) বালুখালী ময়নারঘোনা ক্যাম্প-১১ (ব্লক- বি/১৫) এর আজিম আলীর ছেলে।

৮-এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় আটক মোস্তাকের বসতঘরে তল্লাশি করে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

অস্ত্রসহ মোস্তাককে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।

সায়ীদ আলমগীর/এফএ/এএসএম