ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২

যশোরের শার্শায় পুকুরে ডুবে তাসকিন (৪) নামে এক শিশু মৃত্যু হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাসকিন ওই গ্রামের কবির হোসেনের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল তাসকিন। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পেছনের পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভূঁইয়া জাগো নিউজকে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মো. জামাল হোসেন/এসজে/এমএস