নিখোঁজ নারীর মরদেহ মিললো বাঁশঝাড়ে
প্রতীকী ছবি
বগুড়ার কাহালুতে বাঁশঝাড় থেকে রাবেয়া খাতুন রওশন (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভুগইল কালিতলা সেতুর কাছে বাঁশঝাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। রাবেয়া খাতুন শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।
নিহতের পারিবার জানান, শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। বিকেলে স্থানীয়রা তার মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে