টিকটক ভিডিও শেষে কিশোরীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টিকটক ভিডিও শুটিং শেষে প্রেমিকের ধর্ষণের শিকার হয় এক মাদরাসাছাত্রী (১৪)। কথিত ওই প্রেমিককে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওই কিশোরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজান বলেন, তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, টিকটক ভিডিও বানানোর জন্য বুধবার (২ ফেব্রুয়ারি) ওই কিশোরীকে তার নানির বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রেমিক ওই কিশোরসহ পাঁচ টিকটকার। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত টিকটক ভিডিও শুটিং করে। রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানি মাঝির গল্লী এলাকার নির্জন জায়গায় নিয়ে কথিত প্রেমিক তাকে ধর্ষণ করে।
ধর্ষণের সময় চার সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এসময় এলাকাবাসী ধর্ষণের বিষয়টি আঁচ করতে পেরে তিন সহযোগীকে আটক করেন। এসময় কৌশলে ওই কিশোর ও তার দুই সহযোগী পালিয়ে যায়।
এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা করেছেন ওই কিশোরীর নানি।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম