ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান, রাঙ্গামাটির ৩১ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২

রাঙ্গামাটিতে দলীয় প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় ৩১ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি লংগদু ও বাঘাইছড়ির দুই উপজেলার ১৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ দুই উপজেলার ৩১ নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা ছিলেন।

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস আল মামুন এবং লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস আল মামুন জানান, দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। সব সংগঠনের সঙ্গে বসে এ সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী বহিষ্কারের জন্য জেলায় সুপারিশ পাঠানো হবে।

লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু জানান, শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় দলের বিভেদ সৃষ্টি এবং সংহতি নষ্ট হচ্ছে। ফরে তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হয়েছে। তাদের স্থায়ী বহিষ্কারে চিঠি জেলায় পাঠানো হয়েছে।

শংকর হোড়/এএইচ/জেআইএম