ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিছু কিছু পাতি নেতা আমার সমালোচনা করে: সেলিম ওসমান

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, যেহেতু আমি সিটি করপোরেশনের বাসিন্দা সেহেতু আমি তো চাইবোই সিটির উন্নয়ন হোক। সে কারণেই আমি কাউন্সিলরদের বলেছি ডুয়েল গেম না খেলে মেয়রকে সহযোগিতা করতে। মেয়রের সঙ্গে কনফারেন্স টেবিলে বসে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করবে। এ কথা বলার পর কিছু কিছু পাতি নেতা যারা কখনো নেতার কাতারে আসতো না তারা আমার সমালোচনা করেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে বন্দর উপজেলার উন্নয়ন নিয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ওসমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক থাকায় আমরা যারা রাজনীতির ‘রা’ বুঝি না তাদের বেশ বেগ পেতে হয়। কারণ, নারায়ণগঞ্জের নেতাদের সঙ্গে ঢাকার নেতাদের যোগাযোগ না থাকায় অনেকের প্রতীক পেতে কষ্ট হয়েছিল। নেতাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হয়েছিল। নির্বাচনে এ নিয়ে নৌকা ও লাঙলের মধ্যে সমস্যা হয়েছিল।

সেলিম ওসমান বলেন, বিগত দুই বছরে করোনার কারণে সব থেকে বেশি ক্ষতি হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। তারা স্কুল-কলেজে যেতে পারেনি। এখন ওমিক্রন দেখা দিয়েছে। আমাদের সব থেকে বেশি করণীয় হচ্ছে নিজে সচেতন থাকা অন্যকেও সচেতন করা। গত কয়েকদিনে আমি অনেক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি কিন্তু এখন পর্যন্ত তেমন সুফল পাচ্ছি না।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম