ঝন্টুর লাশ দাফন সম্পন্ন
জাসদ নেতা কাজী আরেফ হত্যা মামলার আসামি রাশিদুল ইসলাম ঝন্টুর লাশ চুয়াডাঙ্গার দামুড়হুদায় দাফন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উজিরপুর গ্রামে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, শুক্রবার ভোররাতে যশোর কারাগার থেকে রাশেদুল ইসলাম ঝন্টুর লাশ নিয়ে আসা হয় দামুড়হুদার উজিরপুর গ্রামে। গ্রামের কবরস্থান সংলগ্ন মসজিদে লাশের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশ দাফন করা হয়।
প্রসঙ্গত, রাশেদুল ইসলাম ঝন্টু আত্মসমর্পণের আগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে তার বোন নারগিস খাতুনের কাছে থাকতো। বৃহস্পতিবার রাতে যশোর কারাগার থেকে তার লাশ গ্রহণ করেন ঝন্টুর ভাই ও নিকটাত্মীয়।
সালাউদ্দিন কাজল/এসকেডি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়