ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেড় মাস ধরে ট্রেনের বগি কারখানায়, দুর্ভোগে যাত্রীরা

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২

নীলফামারী থেকে ট্রেনে যশোর এবং খুলনা যাওয়ার কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। যাত্রীরা কাউন্টারে ভিড় করলেও তাদের কাছে আসনের বিপরীতে টিকিট বিক্রি করা হচ্ছে না। ফলে সড়কপথেই গন্তব্যে যেতে হচ্ছে ট্রেনের যাত্রীদের।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ২৩ ডিসেম্বর সীমান্ত ও রূপসা এক্সপ্রেসের দুটি বগি মেরামতের জন্য কারখানায় দেওয়া হয়। কিন্তু দেড় মাসেরও বেশি সময় পার হলেও বগি দুটি ফেরত আসেনি কিংবা বিকল্প বগিও দেওয়া হয়নি। এতে নীলফামারী, সৈয়দপুর, ডোমার ও চিলাহাটির জন্য বরাদ্দ ১৮৪টি আসন কম নিয়ে চলাচল করতে হচ্ছে ট্রেন দুটিকে।

আসন কমে যাওয়ায় ট্রেনে যশোর ও খুলনা যেতে পারছেন না নীলফামারীর যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে সড়কপথে চলাচল করতে হচ্ছে তাদের। কবে নাগাদ বগি দুটি মেরামত করে আবারও ট্রেনে সংযুক্ত হবে সেই তথ্যও দিতে পারছে না রেল কর্তৃপক্ষ।

আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে খুলনায় যাওয়ার জন্য স্টেশনে টিকিট নিতে আসেন ব্যবসায়ী কৌশিক প্রধান। তিনি বলেন, ব্যবসায়িক কাজে খুলনায় যেতে টিকিট নিতে স্টেশনে যাই। কিন্তু সেখান থেকে জানানো হলো টিকিট এমনকি ট্রেনে ওই রুটের বগিও নেই। বাধ্য হয়ে ফিরে এলাম। ট্রেনে করে যেতে না পারায় এখন একটু সমস্যায় পড়লাম। বাসে যাওয়া যায় কিন্তু অনেক কষ্ট করতে হবে।

টিকিট নিতে আসা একাধিক যাত্রীরা জানান, নীলফামারী স্টেশন থেকে দুটি আন্তঃনগর ট্রেন খুলনা ও যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। কিন্তু দেড় মাসেরও বেশি সময় ধরে খুলনা ও যশোরের কোনো আসনের বিপরীতে টিকিট বিক্রি হচ্ছে না। তাদের দাবি, দ্রুত বগি মেরামত করে ট্রেনে যুক্ত করা হোক।

নীলফামারী স্টেশনের মাস্টার ওবায়দুল ইসলাম জাগো নিউজকে বলেন, নীলফামারী থেকে সকাল ৯টা ৫ মিনিটে আন্তঃনগর রূপসা ও সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ছেড়ে যায়। ট্রেন দুটির দুটি বগি অকেজো হওয়ায় মেরামতের জন্য গত ২৩ ডিসেম্বর কারখানায় পাঠানো হয়েছিল। বিকল্প বগি না দেওয়ায় ওই পথের যাত্রীদের আসন দেওয়া যাচ্ছে না। অনেকে জরুরি প্রয়োজনে ভেঙে ভেঙে টিকিট করে গন্তব্যে যাচ্ছেন।

রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জাগো নিউজকে বলেন, বগি দুটি ড্যামেজ। সে কারণে শপে দেওয়া হয়েছে। তবে দ্রুত কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হওয়ার পরই বগি দুটি ট্রেনে সংযুক্ত করা হবে।

এসজে/জেআইএম