ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১১ বছর পর নীলফামারীর দুই ইউপিতে কাল নির্বাচন

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২

সীমানা জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘ ১১ বছর পর সপ্তম ধাপে নীলফামারীর দুই ইউপিতে সোমবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউপি দুটি হলো, সদর উপজেলার কুন্দুপুকুর ও ইটাখোলা। ইতিমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আফতাব উজ্জামান।

রিটার্নিং কর্মকর্তা মো. আফতাব উজ্জামান জানান, ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুন্দর পরিবেশে ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে বলে আশা রাখছি।

উল্লেখ্য, ইটাখোলা ও কুন্দুপুকুর ইউনিয়নের ১৯ কেদ্রে ৪৬ হাজার দুইশ ৯৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এএইচ/জিকেএস