ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় জামায়াতের আমিরসহ ৫ জন আটক

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৬:১৩ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২

পাবনায় জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দারুল আমান ট্রাস্ট থেকে তাদের আটক করা হয়।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- পাবনা জেলা জামায়াতের আমির মো. আবু তালেব মণ্ডল (৬৩), জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম (৬২), নায়েবে আমির অধ্যাপক নজরুল ইসলাম (৬২), জেলা জামায়াতের অর্থ সম্পাদক, ইসলামিয়া মাদরাসার আরবি শিক্ষক মাওলানা আব্দুস শাকুর(৫০) এবং পদ্মা কলেজের অর্থনীতির শিক্ষক ও শ্রমিক ফেডারেশনের সভাপতি রেজাউল করিম (৪৭)।

ওসি আব্দুল হান্নান জানান, জামায়াতের এ নেতারা সরকারবিরোধী গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়।

আমিন ইসলাম জুয়েল/জেডএইচ/