পাবনায় জামায়াতের আমিরসহ ৫ জন আটক
দারুল আমান ট্রাস্ট এলাকা
পাবনায় জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দারুল আমান ট্রাস্ট থেকে তাদের আটক করা হয়।
পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- পাবনা জেলা জামায়াতের আমির মো. আবু তালেব মণ্ডল (৬৩), জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম (৬২), নায়েবে আমির অধ্যাপক নজরুল ইসলাম (৬২), জেলা জামায়াতের অর্থ সম্পাদক, ইসলামিয়া মাদরাসার আরবি শিক্ষক মাওলানা আব্দুস শাকুর(৫০) এবং পদ্মা কলেজের অর্থনীতির শিক্ষক ও শ্রমিক ফেডারেশনের সভাপতি রেজাউল করিম (৪৭)।
ওসি আব্দুল হান্নান জানান, জামায়াতের এ নেতারা সরকারবিরোধী গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়।
আমিন ইসলাম জুয়েল/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’