ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘যারা ইমানদারির সঙ্গে বেইমানি করেছে তাদের থেকে সাবধান থাকতে হবে’

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:১২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২

যারা ইমানদারির সঙ্গে বেইমানি করেছে তাদের থেকে সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা ফুলের শুভেচ্ছা জ্ঞাপনকালে তিনি এ মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন, ‘এ প্রথম বারের নির্বাচনে আওয়ামী লীগের প্যানেলকে হারানোর জন্য একটা পাল্টা প্যানেল দিয়েছে। ওই শক্তিটা এখন চেষ্টা করবে যে শক্তিটা বিপুল ভোটে জয়লাভ করেছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য।’

তিনি আরও বলেন, ‘অতীতে আমাদের অনেক কষ্ট হয়েছে জিততে। এবার আমরা আশার তুলনায় অনেক ভাল ফলাফল করেছি। আগের প্যানেল ভাল কাজ করেছে বলেই আমরা রেজাল্ট পেয়েছি।’

শামীম ওসমান বলেন, ‘নবনির্বাচিতদের প্রতি অনুরোধ কোনো সিদ্ধান্ত যেন এমন না হয় যে এটা আমাদের কমিটি আমরাই সিদ্ধান্ত নেব। যারা নির্বাচন পরিচালনা করেছেন এবং ভবিষ্যতে পরিচালনা করবেন সব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই প্রোগ্রাম নেওয়া দরকার।’

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম