ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০২:৫৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় নুরুন নাহার বেগম নামে (৮০) এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বীরকেদার ইউনিয়নের শেখাহার বাজারের পাশে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুন নাহার বেগম উপজেলা শেখাহার তেলিপাড়া গ্রামের মৃত কিয়াম উদ্দিনের স্ত্রী।

কাহালু থানা অফিসার ইনচার্জ আমবার হোসেনে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস নুরুন নাহার বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসচালককে আটক করা যায়নি। মামলা না করায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএইচ/