ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইটনায় দলীয় প্রতীক ছাড়া নির্বাচন, জয়ী হলেন যারা

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা ছাড়াই কিশোরগঞ্জের ইটনা উপজেলার ৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বিজয়ীরা হলেন- উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নে মো. সাইফুল ইসলাম (ঢোল), রায়টুটি ইউনিয়নে মোহাম্মদ এনামুল হক খান মিল্কী (ঘোড়া), ধনপুর ইউনিয়নে প্রদীপ কুমার দাস (ঘোড়া), এলংজুরী ইউনিয়নে মো. আবদুল হাই (দুটি পাতা), বড়িবাড়ি ইউনিয়নে মো. আবদুস ছাত্তার (আনারস), মৃগা ইউনিয়নে মো. দারুল ইসলাম (চশমা), ইটনা সদর ইউনিয়নে মো. সোহাগ মিয়া (চশমা), জয়সিদ্ধি ইউনিয়নে মো. মনির উদ্দিন (চশমা), বাদলা ইউনিয়নে মো. আদিলুজ্জামান ভূঞা (আনারস)।

নূর মোহাম্মদ/আরএইচ/এএসএম