পুকুরে মাছ ধরতে নেমে প্রাণ গেলো দাদা-নাতির
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর কুটি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই গ্রামের মৃত গফুর মুন্সির ছেলে এমদাদুল হক (৬২) ও তার নাতি রাকেশ মিয়া (৭)।
তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্র জানায়, বিকেলে পাশের বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুর সেচে মাছ ধরতে যান এমদাদুল হক। বিদ্যুতের ওই তারে লিকেজ ছিল। বিষয়টি জানতেন না এমদাদুল। পরে তিনি পানিতে নামলে বিদ্যুতায়িত হন। এসময় নাতি রাকেশ দাদাকে ধরলে সেও বিদ্যুতায়িত হয়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাসুদ রানা/এসআর/এমএস