ফতুল্লায় কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় অভিযোগ
নারায়ণগঞ্জ শহরের জামতলায় বেওয়ারিশ কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এএলবি অ্যানিমেল শেল্টার নামে একটি সংগঠন এই অভিযোগ দায়ের করে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট সাজেদা হোসাইন বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। এতে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সাজেদা হোসাইন দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘কুত্তাওয়ালা’ নামের একটি পেইজে দেখতে পান, ফতুল্লার উত্তর মাসদাইর কবরস্থান এলাকায় কয়েকজন মিলে একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলে। একই সঙ্গে মৃত কুকুরটিকে গলায় রশি দিয়ে টেনে হিচড়ে বিভিন্ন রাস্তায় নেওয়া হয়। যা অজ্ঞাতনামা এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করেন।
এতে আরও উল্লেখ করা হয়, ঘটনাটি সাজেদা হোসাইন দেখতে পেয়ে ফতুল্লা থানার দেলপাড়া এলাকার বাসিন্দা সংগঠনটির ইনচার্জ আরিজকে অবগত করেন। পরে বিকেল ৩টার দিকে আরিজ ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনকে ঘটনার বিষয়ে জিজ্ঞেস করলে কয়েকজন তার সঙ্গে অশোভন আচরণ করেন। এছাড়া তাকে মারধরের হুমকি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেন। কুকুরটিকে মেরে অভিযুক্তরা ২০১৯ সালের প্রাণী কল্যাণ আইন ভঙ্গ করেছেন। তাই থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাশ্বির শ্রাবণ/কেএসআর