ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মসজিদের মিনার ভেঙে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

কক্সবাজার শহরে সংস্কার করার জন্য পুরনো মসজিদ ভাঙার কাজ করতে গিয়ে ইমরুল কায়েস নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শহরের নুনিয়াছড়ায় এ ঘটনা ঘটলেও রাতে এটি প্রকাশ পায়।

নিহত ইমরুল কায়েস (২৮) কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের পরানিয়া পাড়ার নজির আহম্মদের ছেলে।

নিহত শ্রমিকের সহযোগী মো. ইউসুফ জানান, শহরের নুনিয়াছড়ার পুরনো মসজিদটি ভেঙে নতুন করে ভবন নির্মাণের উদ্যোগ নেয় মসজিদ কমিটি। এজন্য তাদের মসজিদ ভাঙার দায়িত্ব দেয়াও হয়। ইমরুল কায়েসসহ তারা মসজিদের ছাদ ভাঙার কাজ করছিলেন। ওই সময় হঠাৎ মসজিদের মিনারটি ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হন ইমরুল কায়েস। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (নুনিয়ারছরা এলাকা) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রশাসনিক অনুমতি নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস