ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যুবলীগ কর্মী আজাদ হত্যা: আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগ কর্মী আনিসুর রহমান আজাদকে কুপিয়ে হত্যা মামলায় আসামি মো. মহসীনের (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তার ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসীম উদ্দিন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মহিসনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। জামিনে বের হয়ে তিনি পলাতক রয়েছেন।

আসামি মহসিন রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নন্দিয়ারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

এজাহার সূত্র জানায়, আজাদ নন্দীয়ারা গ্রামের বাসিন্দা ছিলেন। আসামি মহসিনের সঙ্গে তার (আজাদ) ভাগিনা রিয়াদ হোসেন টিটুর পূর্ব থেকে বিরোধ ছিল। ২০১৯ সালের ৮ জুলাই বিকেলে মহসিন একটি ধারালো দা নিয়ে টিটুর ওপর হামলা করেন। খবর পেয়ে ভাগিনাকে বাঁচাতে এলে মহসিনের দায়ের আঘাতে আজাদ গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই দিন আজাদের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে রামগঞ্জ থানায় মহসিনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই বছরের ১০ সেপ্টেম্বর মহসিনের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত মহসিনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

পুলিশ জানিয়েছে, আসামি মহসিন মাদকসেবী। আজাদকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় তিনি ইব্রাহিম নামে আরও একজনকে কুপিয়ে জখম করেছিলেন।

কাজল কায়েস/এফএ/জেআইএম