ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

চুয়াডাঙ্গায় রেলের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গাসহ আশপাশের রেল স্টেশনের উন্নয়ন কাজ চলছে। তবে অবৈধ দখলের কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এরই প্রেক্ষিতে গত এক মাস ধরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ এবং মাইকিং করা হয়। এরপরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে ২২টি ছোট বড় দোকান ও ২০টি বস্তি ভেঙে দেয়া হয়েছে।

অভিযানে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক-উজ-জামান, সদর থানা পুলিশ ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সালাউদ্দীন কাজল/এএইচ/এএসএম