ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধুনটে অস্ত্রসহ দুই জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার নিমগাছি ইউয়িনের নাংলু হঠাৎপাড়া এলাকায় জুয়াড় আসরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন ধুনট উপজেলার বেড়েরবাড়ি গোদাগাড়িপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে রায়হান আলী (৩০) ও গাবতলী উপজেলার মাজবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে উকিল হোসেন (৩৪)।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নাংলু গ্রামে রাতে দীর্ঘদিন ধরে জুয়াড় আসর বসতো। মঙ্গলবার রাতেও ৮-১০ যুবক জুয়াড় আসর বসায়। খবর পেয়ে রাত দেড়টার দিকে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও রায়হান ও উকিল ধরা পড়ে। তাদের কাছ থেকে চারটি হাঁসুয়া ও একটি বার্মিজ চাকু জব্দ করা হয়।

এসআই আব্দুস ছালাম বাদী হয়ে অস্ত্র আইনে ধুনট থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, জুয়াড় আসর থেকে দুই জুয়াড়িকে আটকের পর অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/এএসএম