ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে মাদরাসা-এতিমখানায় গেলো ১২ মণ জাটকা

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

পটুয়াখালীতে ১২ মণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ঢাকাগামী ব্যাপারী পরিবহন নামের একটি বাস থেকে জাটকাগুলো উদ্ধার করা হয়।

jagonews24

পটুয়াখালী মৎস্য বিভাগের খামার ব্যবস্থাপক শাহনাজ পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অভিযান চলায় মৎস্য বিভাগ। এসময় ব্যাপারী পরিবহনের একটি বাস তল্লাশি চালিয়ে ১২ মণ জাটকা জব্দ করা হয়। পরে জাটকাগুলো স্থানীয় মাদরাসা, এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জিকেএস