ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটকেন্দ্রে মিললো বিপুল পরিমাণ লাঠি

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১২:১২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর সুবর্ণচরের একটি ভোটকেন্দ্র থেকে বিপুল পরিমাণ লাঠি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে নির্বাচনী সহিংসতার জন্য এসব লাঠি লুকিয়ে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে এগুলো উদ্ধার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, কড়া নিরাপত্তায় দুই ইউনিয়নের ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

এর আগে সকাল ৮টা থেকে দুই ইউনিয়নের ২৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। এখানে চেয়াম্যান পদে ১৫ জন, ২৪ জন সংরক্ষিত মহিলা মেম্বার ও ৫৩ জন মেম্বার প্রার্থী লড়াই করছেন। দুই ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৭১ হাজার ৬১৯ জন ভোটার। এর অর্ধেকের বেশি নারী ভোটার।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস