ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৩৯ বছর পর ভোট দিলেন মাওলানা সাইফুল্যাহ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

দীর্ঘ ৩৯ বছর পর ভোট দিলেন নোয়াখালীর সুবর্ণচরের অবসরপ্রাপ্ত মাদরাসাশিক্ষক মাওলানা মো. সাইফুল্যাহ (৭৬)।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চরজব্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরহাসান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তিনি।

মাওলানা মো. সাইফুল্যাহ জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘদিন চাকরিজীবনে ভোটগ্রহণে দায়িত্ব পালন করায় এবং নিকট অতীতে অসুস্থ পরিস্থিতির কারণে ভোট দিতে পারিনি। দীর্ঘ ৩৯ বছর পর আজ সুন্দর পরিবেশে ভোট দিয়েছি।’

প্রায় চার দশক পর ভোট দিতে পেরে প্রশাসন ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন মাওলানা সাইফুল্যাহ। ভবিষ্যতেও এমন পরিবেশে ভোটগ্রহণের ব্যবস্থা করতে দাবি জানান তিনি।

এর আগে সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তায় সুবর্ণচরের চরজব্বর ও চরজুবলী ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

নির্বাচনে চেয়াম্যান পদে ১৫ জন, সংরক্ষিত নারী মেম্বার পদে ২৪ জন ও সাধারণ মেম্বার পদে ৫৩ জন প্রার্থী লড়াই করছেন। দুই ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৭১ হাজার ৬১৯ জন ভোটার। এর অর্ধেকেরই বেশি নারী।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস