সব হত্যার বিচার চান শামীম ওসমান
নারায়ণগঞ্জে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এমপি শামীম ওসমান
নিজে সব হত্যার বিচার চান জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমার ২০ জনকে হত্যা করেছে, বিচার পাই নাই। আমার পারভেজ ও মাকসুদকে যারা হত্যা করেছে সেটা আমি জানতে চাইবো। তাই বলবো অত বেশি বাড়াবাড়ি করবেন না। যাতে জনগণ ক্ষেপে যায়। জনগণ ক্ষেপে গেলে সুখকর হবে না।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের নমপার্কে সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশে এমপি শামীম ওসমান বলেন, ভালো কাজে বাধা আসবেই। মনে রাখবেন আপনাদের ভাই শামীম ওসমান আপনাদের সঙ্গে থাকবে। ধাক্কাতো দূরের কথা, একটি ফুলের পাপড়িও পড়তে দেবো না। আগে আমার গায়ে পড়বে, পরে আপনাদের গায়ে পড়বে।
তিনি আরও বলেন, যখনই আপনি ভালো কাজ শুরু করবেন অনেকের সাপোর্ট পাবেন। আবার দেখবেন নারায়ণগঞ্জের দুই একটি পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা মন্তব্য লেখা হবে। যখনই ভালো কাজ করবেন তখনই আপনাদের বিরুদ্ধে লেখা হবে।
রাস্তার পাশে ১০ বক্তব্য দিয়ে তার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করা হচ্ছে মন্তব্য করেন শামীম ওসমান। তিনি বলেন, নারায়ণগঞ্জের ত্বকী হত্যা নিয়ে দোকানদারি করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে তথ্যপ্রমাণসহ যতটুকু আমি জানি সংবাদ সম্মেলন করবো। আমি দাবি করবো হত্যাকাণ্ডের বিচার যেন ত্বরিত গতিতে হয়।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস