অটোরিকশা উপহার পেল সেই ইয়াছিন
অটোরিকশা উপহার পেয়েছে লক্ষ্মীপুরের সেই ইয়াছিন। ঢাকার বেসরকারি সংস্থা প্রজেক্টস ফর হিউম্যানিটি (পিফরএইচ) উদ্যোগে তাকে নতুন রিকশা কিনে দেওয়া হয়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রিকশাটি হস্তান্তর করা হয়।
এর আগে ৬ ফেব্রুয়ারি জাগো নিউজে ছবিসহ ‘অটোরিকশা হারিয়ে ইয়াছিনের চারপাশ অন্ধকার’ শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশ হয়। এরপর দেশ-বিদেশ থেকে অনেকেই প্রতিবেদককে ফোন করে ইয়াসিনের খোঁজ-খবর নেন।

রিকশা হস্তান্তরের সময় লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতাহের আলী ও ইয়াসিনের মা পেন্সি আক্তার, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন রাফি, রুবেল হোসেন ও জুনাইদ আল হাবিব উপস্থিত ছিলেন।

রিকশা পেয়ে ইয়াছিনের মা পেন্সি আক্তার বলেন, আমরা অসহায়। অভাবের কোনো মতো খেয়ে না খেয়ে বেঁচে আছি। ছেলে-মেয়েদেরও লেখাপড়া করাতে পারিনি। এখন বেঁচে থাকার একটা অবলম্বন হলো। এজন্য সাংবাদিক ও রিকশাদানকারী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
কাজল কায়েস/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি