জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত
জয়পুরহাটের আক্কেলপুর-জামালগঞ্জ সড়কে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বেলাল হোসেন (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া তার সঙ্গে থাকা অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টায় আউয়ালগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের মৃত হবিজে মণ্ডলের ছেলে ও আহত জহুরুল একই উপজেলার আব্দুস সামাদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলাল হোসেন ও তার প্রতিবেশি জহুরুল ইসলাম (২২) একই উপজেলার জিয়াপুর গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে জামালগঞ্জ-আক্কেলপুর সড়ক হয়ে আক্কেলপুরে রওয়ানা দেন। পথিমধ্যে আউয়ালগাড়ি গ্রামের দক্ষিণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিঁটকে পড়েন।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. সুদীপ্ত পাল মোটরসাইকেল চালক বেলাল হোসেনকে মৃত ঘোষণা করেন এবং অপর আরোহী জহুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করান।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাশেদুজ্জামান/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন: ফয়জুল করিম
- ২ রাজশাহীতে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর এবার ইউএনওকে বদলি
- ৪ ধামরাইয়ে বেড়াতে যাওয়া নারীকে ‘ধর্ষণকাণ্ড’, যা জানা গেলো
- ৫ ধানের শীষকে হারিয়ে তারেক রহমানকে বিজয় উপহার দিতে চান শেখ মজিবুর