বঙ্গবন্ধু সাফারি পার্কের আরও এক কর্মকর্তাকে বদলি
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে
গাজীপুরের শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়াল্ডলাইফ সুপারভাইজার (বন্যপ্রাণী সুপারভাইজার) সারোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে সরানোর পর তাকেও বদলি করা হলো।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পার্ক প্রতিষ্ঠার পর থেকে কোর সাফারির আফ্রিকান সাফারিতে থাকা প্রাণীর দেখভালের দায়িত্ব পালন করে আসছিলেন সারোয়ার হোসেন। এখন তার স্থলে কোর সাফারির প্রাণীদের দেখভালের দায়িত্ব পালন করবেন ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ হেলিম রায়হান।
এ বিষয়ে পার্কের প্রকল্প পরিচালক মোল্ল্যা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, সারোয়ার হোসেনকে তার পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা সরকারি চাকরির স্বাভাবিক বদলীর একটি অংশ হিসেবেই তাকে সরানো হয়েছে।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ১৩টি প্রাণীর মৃত্যুর ঘটনায় পার্কে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। একই সঙ্গে পার্কে কর্মরত কর্মকর্তা—কর্মচারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সীমানা প্রাচীরের ভেতর থেকে খাবার পাচার, জেব্রা ও বাঘ মৃত্যুর ঘটনাটি গোপন রাখা এবং জেব্রাগুলোকে হত্যার অভিযোগ এনে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন মহল থেকে পার্কের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার বিষয় উঠে আসে।
এরই পরিপ্রেক্ষিতে গত ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও চিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে পার্কের দায়িত্ব থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। পরে ২ ফেব্রুয়ারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকেও দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। ৭ ফেব্রুয়ারি এক আদেশে পার্কের বন্যপ্রাণী সুপারভাইজার সারোয়ার হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হলো।
এসজে/এএসএম