ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খেলার সময় শিশুকে গলা কেটে হত্যা করলো কিশোর

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় খেলার সময় ইয়ামিন হোসেন নামে ১০ বছরের শিশুকে গলা কেটে হত্যা করলো এক কিশোর।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। ইয়ামিন হোসেন ওই গ্রামের সেলিম হোসেনের ছেলে এবং কানাইডাঙ্গা বৃত্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে ইয়ামিন বাড়ির পাশের আম বাগানে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। এ সময় একই গ্রামের সাবেক ইউপি সদস্যের ছেলে জাহিদ হোসেন (১৬) তাকে হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে। আম বাগানের পুরোনো একটি পাকা কবরস্থানের ভেতর ইয়ামিনের মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় জাহিদ।

খেলার সময় শিশুকে গলা কেটে হত্যা করলো কিশোর

ইয়ামিনের খেলার সঙ্গীরা বাড়িতে এসে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

এ বিষয়ে ওসি জাগো নিউজকে বলেন, ইয়ামিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক জাহিদ হোসেনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সালাউদ্দীন কাজল/এসজে/জেআইএম