ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাশিমপুরে মাজার পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

গাজীপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) মহানগরীর কাশিমপুর এলাকার লোহাকৈর মাজার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবে খোদা জানান, সকালে লোহাকৈর মাজারের পুকুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মাজারের খাদেম খালেদ মোল্লা পুলিশকে খবর দিলে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে কালো প্যান্ট ও খয়েরি রঙের শার্ট ছিল। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। কোনো এক সময় ওই যুবক পানিতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম