ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিলিতে রাস্তার দাবিতে মানববন্ধন

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

দিনাজপুরের হাকিমপুরে মহিলা কলেজ থেকে হিলি স্থলবন্দরের চেকপোস্ট জিরোপয়েন্ট পর্যন্ত তিন কিলোমিটার সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বন্দরের চারমাথায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে হিলি-হাকিমপুর নাগরিক কমিটি।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপ, হিলি স্থলবন্দর জাতীয় শ্রমীক লীগ, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। এসময় প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। ফলে আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন বন্ধ থাকে।

হিলি-হাকিমপুর নাগরিক কমিটির আহ্বায়ক মাওলানা মো. শামছুল হুদা খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনটির সদস্য সচিব ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক গোলাম মোস্তাফিজার রহমান, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাসান চৌধুরী মধু ও সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মণ্ডল।

মো.মাহাবুর রহমান/এএইচ/জেআইএম