ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উপজেলা চেয়ারম্যানের খামার থেকে ৬ গরু চুরি

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিকের খামার থেকে ছয়টি গরু চুরি হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতের এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীর সূত্র জানায়, উপজেলার চম্পাতলী বাজারের পাশে উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিকের গরুর খামার। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় চোরেরা খামারের গেটের তালা ভেঙে ছয়টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। রোববার সকালে খামারের লোকজন গরুগুলো দেখতে না পেয়ে পুলিশকে খবর দেন।

তারিকুল ইসলাম তারিক জানান, কখন কীভাবে গরুগুলো চুরি হয়েছে বুঝতে পারিনি। সকালে খামারের লোকজন তালা ভাঙা দেখে আমাকে জানান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, ওই খামারে কোনো পাহারাদার ছিল না। গরুচোরদের ধরতে ও গরুগুলো উদ্ধারে চেষ্টা চলছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস