মাগুরায় ভোমর দিয়ে চোখ তুলে নেওয়ার চেষ্টা
আহত জিল্লুর রহমান মোল্লা
মাগুরার মহম্মদপুরে ভোমর (বই বাঁধার সুই) দিয়ে জিল্লুর রহমান মোল্লা (৩৮) নামের এক যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার চর বড়লিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ৯টায় বাড়ি থেকে মাগুরার দিকে রওনা হন জিল্লু। চর বড়লিয়া আনিসের বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছালে জিল্লুর ওপর মিঠুল, মিলন, তুষার, মনিরুল মোল্লা, শহিদসহ কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা হাত-পা বেঁধে ভোমর দিয়ে চোখ তুলে নেওয়ার চেষ্টা করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মহম্মদ পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পান্নু বিশ্বাস নামের ভুক্তভোগীর এক স্বজন জানান, আহত জিল্লুকে আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে।
মহম্মদ পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি চিকিৎসারত অবস্থায় রয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
আরএইচ/এএসএম