গরুবোঝাই পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
ফাইল ছবি
দিনাজপুরের নবাবগঞ্জে গরুবোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কাঁচদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন আলী ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেল নিয়ে নবাবগঞ্জ শহরে আসছিলেন নয়ন। এসময় নবাবগঞ্জ থেকে গরুবোঝাই একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তিনি মারা যান।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় গরুবাহী পিকআপটি আটক করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. মাহাবুর রহমান/আরএইচ/এমএস