এক বছর ধরে বন্ধ অপারেশন, এক্স-রে বিকল
অযত্নে-অবহেলায় পড়ে আছে এক্স-রে মেশিনটি
দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকলেও সার্জারি কনসালটেন্ট না থাকায় বন্ধ রয়েছে সবধরনের অপারেশন। হাসপাতালের এক্স-রে মেশিনটিও বছরের বেশি সময় ধরে বন্ধ। এনিয়ে রোগী ও তাদের স্বজনদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আহসান হাবিব বলেন, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগীর এক্স-রে করতে খরচ হয় ১০০-১৫০ টাকা। বাইরের ক্লিনিকে গুনতে ৫০০ টাকার বেশি। অতিরিক্ত টাকা দিয়ে আল্ট্রাসোনোগ্রামও করতে হয় রোগীদের।

আনারুল ইসলাম নামের আরেকজন বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করছেন অসহায় মানুষের জন্য। লাখ লাখ টাকার মেশিন দিচ্ছেন। কিছু অসাধু ব্যক্তির কারণে সরকারের ভালো কাজগুলো মলিন হচ্ছে। আর এর প্রভাব পড়ছে আমাদের মতো গরীব মানুষগুলোর ওপর। হাসপাতালে সরকারি সব সুবিধা থাকলেও আমরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি।
রফিক নামের আরও একজন বলেন, এখানে অপারেশন থিয়েটার থাকলেও অপারেশন হয় না। বাইরে অপারেশন করতে গেলে দ্বিগুণ খরচ হয়।

জানতে চাইলে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাস জাগো নিউজকে বলেন, হাসপাতালে আধুনিক মানের অপারেশন থিয়েটার রয়েছে। গাইনি ও সার্জারি কনসালটেন্ট না থাকায় বেশ কিছুদিন ধরে এখানে অপারেশন বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, সিভিল সার্জনকে বিষয়টি জানিয়েছি। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে। এক্স-রে মেশিনের চাহিদাও আমরা পাঠিয়েছি।
মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম