ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২

গাজীপুরে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার থানার বাছির হোসেন মোল্লার ছেলে আব্দুল আজিজ (২৫) ও ময়মনসিংহের হালুয়াঘাট লাবুর ছেলে অপূর্ব নিখিল (২৯)।

গাজীপুরের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার জানান, দুই আরোহী মোটরসাইকেলে করে গাজীপুর চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বাইমাইল এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। ময়নাতদন্তের জন্য তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মো.আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম