ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিয়ের দাবিতে ট্রাকচালকের বাড়িতে তরুণীর অবস্থান

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী (১৮)। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের প্রেমিক রিপন মিয়ার বাড়িতে তিনি অবস্থান করছেন।

অভিযুক্ত রিপন মিয়া আদাবাড়ি গ্রামের মো. শাজাহান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক। রিপন তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই তরুণী।

তরুণীর ভাষ্যমতে, কয়েকমাস আগে তার সঙ্গে রিপনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একমাস ধরে বিয়ের জন্য তিনি রিপনকে চাপ দিচ্ছেন। কিন্তু রিপন তাতে রাজি হচ্ছিলেন না। তাই বাধ্য হয়ে ওই বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, রিপন তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিচ্ছেন ওই তরুণী। ঘটনার পর থেকে পলাতক রিপন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

রিপনের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, ‘রাতেই মেয়ের বাবার বাড়িতে খবর দেওয়া হয়। তাকে ফেরানোর চেষ্টা চলছে। কিন্তু ওই মেয়ে কিছুতেই বাড়ি ছাড়ছে না। বিষয়টি স্থানীয় মুরুব্বিদের জানানো হয়েছে।’

আদাবাড়ি নবীন সংঘের সভাপতি নাজমুল হাসান জানান, তাকে বুঝিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পর পুনরায় মেয়েটি ওই ছেলের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এম এরশাদ/এসআর/জেআইএম