টিসিবির ৫০০ কেজি ডাল-চিনি-তেলের হিসাব দিতে পারলেন না ডিলার
টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রি করছিলেন ডিলার
গোপালগঞ্জে কালোবাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ে রাফসান মোল্যা (৩২) নামের এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামীম হাসান এ জরিমানা করেন।

রাফসান মোল্যা সামি এন্টারপ্রাইজের মালিক।
সহকারী পরিচালক শামীম হাসান জানান, টিসিবির ডিলার সামি এন্টারপ্রাইজ একটি ট্রাকে করে সদর উপজেলার রঘুনাথপুর রেললাইনের কাছে অবৈধভাবে পণ্য বিক্রি করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ মালামাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, টিসিবি থেকে ৫০০ কেজি চিনি, ৫০০ কেজি ডাল ও ৬০০ লিটার সয়াবিন তেল উত্তোলন করেছিল সামি এন্টারপ্রাইজ। তবে ১৫০ কেজি চিনি, ২০০ কেজি ডাল ও ১৫০ লিটার তেলের হিসাব দিতে পারেনি প্রতিষ্ঠানটি। এজন্য ডিলার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান/এসআর/জেআইএম