আড়াইহাজারে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নিখোঁজের দুইদিন পর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে রিয়াদ মিয়া (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সালন্দি এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রিয়াদের বাবা বাবুল মিয়া বলেন, গত ১৪ ফেব্রুয়ারি পুকুরে গোসল করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল রিয়াদ। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। আশপাশে ও পুকুরে জাল ফেলে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আজ দুপুরে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী আমাকে খবর দেয়। আমার সন্তান পানিতে ডুবে মারা যায়নি। তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। আমি এই হত্যার বিচার চাই।
এ বিষয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন জাগো নিউজকে বলেন, পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর এবার ইউএনওকে বদলি
- ৩ ধামরাইয়ে বেড়াতে যাওয়া নারীকে ‘ধর্ষণকাণ্ড’, যা জানা গেলো
- ৪ ধানের শীষকে হারিয়ে তারেক রহমানকে বিজয় উপহার দিতে চান শেখ মজিবুর
- ৫ আমি হাঁস চেয়েছিলাম, আল্লাহর রহমতে পেয়েছি: রুমিন ফারহানা