ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতছড়িতে নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আছমা আক্তার নামের এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উদ্যানের ভেতর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত আছমা ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার গৌকরণ গ্রামের আলী মিয়ার মেয়ে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় পুলিশ তার স্বামী আলমগীর মিয়াকে আটক করেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বামীকে আমাদের কাছে হস্তান্তর করেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম