দুই মাসের যমজ ঘুমিয়েছিল মায়ের সঙ্গে, সকালে পুকুরে মিললো মরদেহ
খুলনার তেরখাদায় দুই মাস বয়সী দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মণি ও মুক্তা নামে ওই দুই যমজ বোন নানার বাড়িতে রাতে মায়ের সঙ্গে ঘুমালেও মধ্যরাতে নিখোঁজ হয়। পরে সকালে বাড়ির একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের ওই পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিশু দুটির বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের বাড়ি জেলার রূপসা উপজেলার চাঁদপুর গ্রামে।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ওই দুই শিশু রাতে মা কনা বেগমের সঙ্গে ঘুমিয়েছিল। পরে রাত সাড়ে ৩টার দিকে কনার ঘুম ভেঙে যায়। তখন তিনি দেখতে পান, বাচ্চা দুটি তার পাশে নেই। এ সময় এলাকার লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরটিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। এরপর সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলছেন, মাত্র দুই মাস বয়সী শিশু দুটির হামাগুড়ি দেওয়ারও কথা নয়, যে তারা পুকুরে চলে যাবে। এজন্য দুই শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম বলেন, এ ঘটনায় শিশুদের মা, বাবা, নানা ও নানিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
আলমগীর হান্নান/আরএইচ/এইচএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ২ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
- ৩ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ৪ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৫ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক