গাজীপুরে পরিত্যক্ত পুকুর থেকে মাথার খুলি-হাড় উদ্ধার
পুকুর থেকে উদ্ধার মাথার খুলি-হাড়
গাজীপুরে পরিত্যক্ত একটি পুকুর থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। তবে খুলিটি নারী না পুরুষের তা চিহ্নিত করা যায়নি।
শুক্রবার (১৮ ফ্রেব্রুয়ারি) দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার লিথি গ্রুপ সংলগ্ন পরিত্যক্ত পুকুরের পাশের মাঠ থেকে খুলি ও হাড় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরে পরিত্যক্ত পুকুরের পাশের মাঠে শিশুরা খেলা করছিল। এসময় তারা মাথার খুলি ও হাড় দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করেন।
তবে খুুলিটির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এমনকী এটি পুরুষ না নারীর তাও জানা যায়নি।
জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) মুন্সি আবু কুদ্দুস জানান, ডিএনএ টেস্টের জন্য এগুলো ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ডিএনএ প্রতিবেদন পাওয়ার পর মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমিনুল ইসলাম/এসআর/এএসএম