প্রধানমন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই ইউপি চেয়ারম্যান
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুব
‘প্রধানমন্ত্রীকেও বারদী আসতে হলে আমার অনুমতি লাগবে’—মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুব। ওই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিতর্কিত ওই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুব।
গত ১২ ফেব্রুয়ারি রাতে এক ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে লায়ন মাহবুব বলেন, ‘‘প্রধানমন্ত্রীকেও বারদী আসতে হলে আমার অনুমতি লাগবে’। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
আজ সংবাদ সম্মেলনে এই ইউপি চেয়ারম্যান বলেন, ‘সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে মানবতার মা, গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসাবধানতাবশত ত্রুটিপূর্ণ ভাষা আমার মুখ ফসকে বেরিয়ে আসে। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখতে গিয়ে ভাষাগত ত্রুটি হয়ে পড়ে। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। এছাড়া আমার বক্তব্যে জাতির পিতার আদর্শের প্রতিটি নেতাকর্মী যারা ব্যথিত হয়েছেন সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে আমি সাবধানতার সঙ্গে বক্তব্য, বিবৃতি প্রদান করবো। দলীয় নীতি ও আদর্শবিরোধী বক্তব্য থেকে আমি বিরত থাকবো।’
তিনি আরও বলেন, ‘আমার বারদী ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চল, আড়াইহাজারের সীমানায়। এখানে মাদক ও জুয়া এবং চোর-ডাকাত বেড়ে যাওয়ায় আমি আমার পরিষদের মেম্বারদের নিয়ে মিটিং করেছি। বারদীর প্রতিটি ওয়ার্ডে পাহারার ব্যবস্থা করেছি। এরপরও প্রতিকার না পেয়ে আমি বিষয়টি প্রশাসন ও ইউএনওকে জানিয়েছি। তারা আমাকে আস্থা দিয়েছেন যে বারদী ইউনিয়নে চোর-ডাকাত-মাদক নির্মূলে সহায়তা করবেন।’
‘নির্বাচনের আগে থেকেই অনেক কুচক্রীমহল আমাকে হেয় করার চেষ্টা করেছিল। নির্বাচনের পরও আমার অনেক কাজে বাধা আসছে। আমি প্রতিজ্ঞা করতে চাই, আগামী পাঁচ বছর আমি সর্বোচ্চভাবে কাজ করবো’, যোগ করেন ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুব।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর এবার ইউএনওকে বদলি
- ৩ ধামরাইয়ে বেড়াতে যাওয়া নারীকে ‘ধর্ষণকাণ্ড’, যা জানা গেলো
- ৪ ধানের শীষকে হারিয়ে তারেক রহমানকে বিজয় উপহার দিতে চান শেখ মজিবুর
- ৫ আমি হাঁস চেয়েছিলাম, আল্লাহর রহমতে পেয়েছি: রুমিন ফারহানা