ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খালে ভাসছিল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২

মাদারীপুরের রাজৈরে খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজৈর পৌরসভার বাজার রোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে খালে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি সে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক জানান, ময়নাতদন্ত পর আসল ঘটনা জানা যাবে। তার জ্যাকেটের পকেট পিঁয়াজসহ কিছু খাবার পাওয়া গেছে।

একেএম নাসিরুল হক/আরএইচ/এএসএম