ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনা জেলা আ’লীগের সভাপতি লাল, সম্পাদক প্রিন্স

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২

পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রেজাউল রহিম লাল সভাপতি ও গোলাম ফারুক প্রিন্স সাধারণ সম্পাদক হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে তাদের জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় জাতীয় সঙ্গীত এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা।

পরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

পাবনা পুলিশ লাইনস মাঠে আয়োজিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ।

এ সময় পাবনার সব আসনের সংদস্যসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আমিন ইসলাম জুয়েল/এএইচ/জেআইএম