ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২২

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় সৈয়দপুর উপজেলার গোলাহাট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

সৈয়দপুর জিআরপি পুলিশ জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই যুবক।

বিষয়টি নিশ্চিত করে জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এফএ/এমএস