ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাকুন্দিয়ায় ফুল দেওয়া নিয়ে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০২:৫১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

jagonews24

পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাফ উদ্দিন বলেন, সকাল ১০টায় তার নেতৃত্বে নেতাকর্মীরা কলেজ শহীদ মিনারে ফুল দিতে যায়। এ সময় বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। ইটপাটকেলের আঘাতে অন্তত দশজন আহত হয়েছে।

এলাকাবাসী জানায়, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যান। এ সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিপক্ষ। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

jagonews24

সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকদের দাবি, অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকরা নিজেরাই বিশৃংখলা সৃষ্টি করেছে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু জানান, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন অস্ত্রসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিতে এসে বিশৃংখলা সৃষ্টি করেন। নূর মোহাম্মদের লোকজন এ সময় শহীদ মিনার এলাকায় ছিলো না।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নূর মোহাম্মদ/এএইচ/জিকেএস