ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক পায়ে লিখে এইচএসসি পাস করা সেই ফজলুকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২

সিরাজগঞ্জে পা দিয়ে লিখে এইচএসসি পাস করা ফজলুকে সংবর্ধনা দিয়েছে দৌলতপুর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে, তাকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রি কলেজের হলরুমে এ সংবর্ধনা ও আর্থিক অনুদান দেওয়া হয়।

সংবর্ধনা পেয়ে ফজলু বলেন, ‘অনেক কষ্টে এক পা দিয়ে লিখে এবার এইচএসসি পাস করেছি। আজ কলেজ থেকে আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কিছু নগদ অর্থও পেয়েছি। এতে আমি খুব খুশি হয়েছি। একজন প্রতিবন্ধী ছাত্রের পাশে থাকার জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

jagonews24

সংবর্ধনা অনুষ্ঠানে দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ রানা বলেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব প্রতিকূলতাকে জয় করা সম্ভব। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে এক পায়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একটি অনন্য অর্জন। এ সফলত দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা জোগাবে। ফজলুর উচ্চশিক্ষা ও পরবর্তী স্বপ্ন পূরণে দৌলতপুর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ সবসময় তার পাশে থাকবে।

মানবসেবক মামুন বিশ্বাস বলেন, ‘প্রতিবন্ধী ফজলু সবার অনুপ্রেরণা। তার স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনাদের মতো মানুষকে পাশে পাবো কখনো চিন্তাও করেনি। খুশিতে আমার বুকটা ভরে যাচ্ছে। আমি যেন ফজলুর স্বপ্ন পূরণ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘২০১৭ সালে ফজলুর শারীরিক এ সমস্যার কথা ফেসবুকে তুলে ধরি। পরে বিভিন্ন ব্যক্তির সহায়তায় ৭৬ হাজার টাকা সংগ্রহ করে তার হাতে তুলে দিয়েছিলাম। আমি যেন ফজলুর স্বপ্ন পূরণ করতে পারি।’

এসময় কলেজ উপাধ্যক্ষ ছানোয়ার হোসেন, বেলকুচি উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক আবু কাশে, সমাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

জন্মগতভাবে দুই হাত ও একটি পা নেই ফজলুর। তার বাবা একজন দিনমজুর। পারিবারিক অসচ্ছলতা ও শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যান ফজলু। বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে মিটুয়ানী উচ্চ বিদ্যালয়ে যেতেন।

তাকে স্কুল নিয়ে যেতেন ছোট বোন আসমা। সেখান থেকেই এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৩.৫৬ পেয়েছিলেন ফজলু। জেএসসিতে ৩.৭৫ এবং পিইসিতে ২.১৭ পেয়েছিল। এক পা দিয়ে লিখেই এবার এইচএসসি পরীক্ষায় ২.৭৫ পেয়ে পাস করেছেন।

ফজলু বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের সাহেব আলীর ছেলে।

এসআর/জিকেএস