ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে চায়না দুয়ারি-কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আড়াই লাখ টাকার কারেন্ট জাল ও চায়না দুয়ারি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জালগুলো ধ্বংস করা হয়।

এর আগে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পূর্ণভবা নদীতে থেকে দুই লাখ টাকার ৪০টি চায়না দুয়ারি ও ৫০ হাজার টাকার কয়েকটি কারেন্ট জাল জব্দ করা হয়।

ইউএনও মিজানুর রহমান জানান, বিধিনিষেধ অমান্য করে পূর্ণভবা নদীতে মাছ শিকার করছেন জেলেরা। এমন খবরে সেখানে অভিযানে যাই। পরে আড়াই লাখ টাকার জাল জব্দ কবরে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাইমুল হক, ফিল্ড সহকারী মনিরুল ইসলাম, সামিউল ইসলাম ও অফিস সহায়ক আতিকুর রহমান (মিঠু) প্রমখ উপস্থিত ছিলেন।

সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস