চাপাতি-চাকুসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার
ফেনীতে চাপাতি-চাকুসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের জিয়াবুল হকের ছেলে আবদুল সুমন (২১), লক্ষ্মীপুর জেলার টুমচর এলাকার জামাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২০) ও ফেনী শহরের বিরিঞ্চি এলাকার আবুল কাশেমের ছেলে মো. রাসেল (১৮)।
র্যাব জানায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের রেলগেইট এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করে তিন কিশোরের থেকে একটি চাকু ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।

ফেনী র্যাব-৭ এর উপ-পরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, মূলত তারা কিশোর গ্যাংয়ের অস্ত্রধারী সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা সিএনজি ভাড়া নিয়ে নির্জন স্থানে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চুরি-ছিনতাই করে আসছিল।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, র্যাবের হাতে গ্রেফতার কিশোর গ্যাং সদস্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নুর উল্লাহ কায়সার/জেডএইচ/