টাঙ্গাইল পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু
সদস্যদের ‘বডি ওর্ন ক্যামেরা’ লাগিয়ে দিচ্ছেন পুলিশ সুপার
কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে টাঙ্গাইলে পুলিশে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নিরালা মোড় এলাকায় এসব ক্যামেরা বিতরণ করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
সরকার মোহাম্মদ কায়সার জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাম্প্রতিক সময়ে যেসব অপরাধ সংঘটিত হয়েছে সেগুলো নিয়ন্ত্রণে ডি ওর্ন ক্যামেরা বিশেষ কাজ দিবে। পাইলট প্রজেক্ট হিসেবে টাঙ্গাইল জেলায় ৪২টি ডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ক্যামেরার মাধ্যমে পুলিশ সদস্যরা যেমন কাজের জবাবদিহিতায় আসবে, তেমনি ভাবে অপরাধীরা কোনো প্রকার অপরাধ করে পার পাবে না।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম